৩ নভেম্বর ২০২৫

হাটহাজারীর করোনা আক্রান্ত নারীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার বাসিন্দা করোনা আক্রান্ত হওয়া শিরু আক্তার (৩২) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১২ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে ওই নারী মারা যান বলে নিশ্চিত করেছে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইমতিয়াজ হোসাইন।

তিনি জানান, হাটহাজারী উপজেলার করোনা আক্রান্ত নারী রোগী বিকেল সাড়ে ৪ টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন