২৮ অক্টোবর ২০২৫

হাটহাজারীর নতুন ইউএনও শাহিদুল আলম

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন শাহিদুল আলম।

রবিবার (১১ জুলাই) তিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্বভার করেন।

শাহিদুল ইসলাম এর আগে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব হিসেবে কর্মরত ছিলেন।

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাঁকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া শাহিদুল আলমের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে ডেভেলপমেন্ট ফাইনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাধারা/এআই

আরও পড়ুন