২৬ অক্টোবর ২০২৫

হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র্য মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যারা দায়িত্বশীলতার সাথে কাজ করবে তারা সরকারী ভাবে পুরস্কৃত হবে। সেবা ও মানব কল্যাণের লক্ষ্যে কাজ করলে সেই কাজের ফল বৃথা যায় না। আজকের হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল আজিমের পদোন্নতি জনিত সংবর্ধনা সেই কথাই প্রমাণ করে।

শনিবার (১১ সেপ্টেম্বর) এই কর্মকর্তার বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য উল্লেখিত অভিমত ব্যক্ত করেন তিনি।

স্হানীয় একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রামের উপ পরিচালক উৎস্য উইন ববি,প প চট্টগ্রাম বিভাগের কনসালট্যান্ট ছেহেলী নারগিস, ডাঃ কাউসার আকতার পপি।

মোঃ রুবেল এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা( অবঃ) পবন বিকাশ দত্ত। সহকারী প প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন