১৬ ডিসেম্বর ২০২৫

হাটহাজারী–নাজিরহাট সড়ক সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন

হাটহাজারী থেকে নাজিরহাট হালদা ব্রিজ পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত এই সড়কের উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম।

গতকাল উত্তর হাটহাজারীর ঐতিহ্যবাহী সরকারহাট বাজারে সর্বস্তরের জনসাধারণ, সামাজিক, মানবিক ও ধর্মীয় সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। এর মধ্যে হাটহাজারী–নাজিরহাট অংশটি সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিত চার লেনের পরিবর্তে পূর্ববর্তী সরকার আড়াই লেন করে সড়কের কাজ সম্পন্ন করে বরাদ্দের বাকি অর্থ লুটপাট করেছে। এর ফলে সড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। গত এক মাসেই এই সড়কে ২০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

সৈয়দ মোস্তফা আলম মাসুম অন্তর্বর্তীকালীন সরকার, সড়ক ও জনপথ বিভাগ এবং হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে হাটহাজারী থেকে নাজিরহাট হালদা ব্রিজ পর্যন্ত সড়ক দ্রুত সম্প্রসারণ, সিঙ্গেল ডিভাইডার নির্মাণ এবং প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপনের জন্য জোর দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মুহাম্মদ সাব্বির, মির্জাপুর অনির্বাণ ক্লাবের সভাপতি এস. এম. মাহফুজুল আলম, বিএনপি নেতা হাজী আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ জসিম উদ্দিন, যুবদল নেতা মুহাম্মদ বাবলু এবং হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহাম্মদ ফয়সাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর প্রবাসী কল্যাণ পরিষদ, মির্জাপুর মানবিক অক্সিজেন, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরাম মির্জাপুর শাখা, মির্জাপুর সম্মিলিত মুসল্লি পরিষদসহ সরকারহাট, বাকর আলী চৌধুরী হাট, কালীদাস চৌধুরী হাট ও মহুরী হাটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত সড়কে সিঙ্গেল ডিভাইডার নির্মাণ ও সড়ক সম্প্রসারণের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ