হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামে হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় ৩৮পিস সেগুন ও গামারি গোল কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। শুক্রবার (২১মে) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী রেঞ্জ এর আওয়াতাধীন ভূজপুর এলাকা থেকে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮০হাজার টাকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, চট্রগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে হাটহাজারী রেন্জ কর্মকর্তা ফজলে কাদের এর নেতৃত্বে অবৈধভাবে পরিবহন নিষিদ্ধ কাঠসহ ট্রাক (চ্ট্টমেট্রো-ন -১১-৮১২৭) জব্দ করা হয়।
হাটহাজারী ষ্টেশন কর্মকর্তা ফজলে কাদের জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে শুক্রবার ভোর সারে ৪ নাজিরহাট মহা সড়ক থেকে কয়েক প্রজাতির ৩৮ পিস গোল কাঠ পিকআপসহ জব্দ করি। পিকআপসহ চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয় এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অবৈধ চোরাকারবারীদের বিরুদ্ধে। বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআর













