হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ঘণ্টায় ৬টি নরমেল ডেলিভারির ও পাশাপাশি অস্ত্রোপচারের মাধ্যমে একটি সিজারিয়ান সেকশন সম্পন্ন হয়েছে। অপারেশন ও নরমেল ডেলিভারিতে মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছে।
অপারেশন সম্পন্ন করেন ডা. হাসিনা আক্তার (সিনিয়র কনসালটেন্ট, গাইনি এন্ড অবস), এসিস্ট করেন ডা. লিপিকা চৌধুরী (সহকারী সার্জন), এনেসথেসিয়া প্রদান করেন ডা. সাগর নন্দী (কনসালটেন্ট, এনেসথেসিয়া)।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বমোট ৬টি নরমাল ডেলিভারি করা হয়েছে। ডেলিভারি শেষে মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।
এদিকে ১২ ঘণ্টায় ৬টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করায় আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ্, কনসালটেন্টবৃন্দ, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।
পাশাপাশি ইউএইচএন্ডএফপিও মহোদয় সেই সকল প্রসূতি মায়েদের অভিভাবকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন যারা অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন।













