বাংলাধারা ডেস্ক »
অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ সাগর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাগর উপজেলার ১নং হরনী ইউনিয়নের মজলিসপুর গ্রামের মো. হানিফের ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাতে অভিযানে যান কোস্টগার্ডের একটি টিম। পরে জাহাজমারা কাটাখাল এলাকা থেকে সাগরকে আটক করে তার শরীরে তল্লাশি করে ১৮০পিস ইয়াবা পাওয়া যায়। সাগর দীর্ঘদিন থেকে হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবার ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট বিশ্বজিৎ বড়ুয়া বলেন, আইন অনুযায়ী সাগরকে জব্দ করা ইয়াবাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দেয়া হবে।
বাংলাধারা/এফএস/এআর













