২৬ অক্টোবর ২০২৫

হাতে হাতে দুর্নীতি বিরোধী স্লোগানের প্লাকার্ড নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

আনোয়ারা প্রতিনিধি »

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, আনোয়ারা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেক শওকী।

আরও পড়ুন