২ নভেম্বর ২০২৫

হাফিজ রশিদ খান’র করোনাকালের কবিতা

ঘর পর

করোনা তো দিচ্ছে না আর তোমার কাছে যেতে
তুমিও কি আগ্রহী আর আমার সঙ্গ পেতে
দেখাচ্ছে সে মুকুটে তার মৃত্যুফণা
এক ইঞ্চিও নড়াচড়ার চেষ্টা করো না

জেল-জুলুমে রাষ্ট্র নাকি বিরোধীমত দলে
আমার কি দোষ, ঢেকে গেলাম করোনা-কম্বলে
তুমিও দূরে আমিও ঘরে
অকাজের দিন বয়ে চলে চরাচরে

আসছে বৈশাখ, ফুলের বাগান সাজছে
ঘরে-ঘরে রেওয়াজ-নূপুর বাজছে
সবার সাথে এবার দেখা হবে কি আর
নাগরদোলায় চড়বে বলে শিশুগণের আবদার

অপূর্বরূপ বাংলাদেশের সুন্দরীদের বাকি
দেশাল হাসি দেখবে না আর আঁখি

বাহির দিকে তাকিয়ে আছি ডাগর চোখে
ঘরটা আমার পর হলো রে বলছে হেসে লোকে …

৩০ মার্চ, ২০২০

পুরানকথা মনে আসে (গীতি)

দুঃখ লাগে দুঃখ লাগে রে
বলো মানুষ কোথায়
যাবে রে।।

নাই জটলা পথের মোড়ে
আলগা হয়ে বিলাপ করে
কোথায় গেল প্রাণের সভা
দুনিয়াদারির আসল প্রভা
এমনধারা জীবন যাবে
কেউ ভাবেনি আগে রে।।

পুরানকথা মনে আসে দেশ-বিদেশে ভ্রমণ
বন্ধ হলো সকল দুয়ার করোনাকালের সমন।

বইছে ঠিকই মৃদুল হাওয়া
বিশ্বব্যাপী আসা-যাওয়া
পাখপাখালির ওড়াউড়ি
মেলে আছে রোদের ঝুড়ি

মানুষ শুধু তুচ্ছ হয়ে নিদ্রাহারা জাগে রে।।

২৬/৫/২০২০
দক্ষিণ শুলকবহর চট্টগ্রাম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ