হাটহাজারী প্রতিনিধি »
দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধ মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে হালদার ছত্তারঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ৯টায় হালদার ছত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। বালুবোঝাই নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু আনলোড করা অবস্থায় পাওয়া যায়। নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়। এ অভিযান বেলা ১২ টায় সমাপ্ত হয়।
ইউএনও মো. শাহিদুল আলম জানান, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকারক যে কোন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন নিয়মিত কঠোর অভিযান চলমান থাকবে।













