প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে উদ্ধার হয়েছে ৫ কেজি ওজনের মৃত ডিমওয়ালা কাতলা মা মাছ।
রবিবার (৪ঠা মে) বিকালে হালদা নদীর মু্ন্সি মাঝি ঘাটের পাশে ডুলাখালী খালের মুখে ভাসমান অবস্থায় মৃত মা মাছটি উদ্ধার করেন হালদা প্রকল্পের রাউজান অংশের প্রহরী রওশনগীর আলম, বখতিয়ার ও আনোয়ার হোসেন।
প্রহরী রওশনগীর আলম বলেন,“আজিমের ঘাটের পশ্চিমে ডুলাখালী খালের মুখে মা মাছ ভাসতে দেখে আমরা উদ্ধার করে আজিমের ঘাটে নিয়ে এসে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে খবর দিয়। তিনি আরো বলেন, ইঞ্জিন চালিত ড্রেজারের আঘাতে মা মাছটির মুখ থেঁতলে গেছে। পেটের মধ্যে প্রচুর ডিম রয়েছে। ডিমগুলো নষ্ট হয়ে গেছে। ”
রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী বলেন, “সংবাদ পেয়ে আজিমের ঘাটে এসে মা মাছটি পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। এখন হালদায় ডিম ছাড়ার মৌসুম চলছে। প্রচুর মা মাছ নদীতে প্রবেশ করেছে। উদ্ধারকৃত মাছটির মুখে শক্ত কিছু দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে।”
এই বিষয়ে বাংলাদেশ রিভার ট্রাভেলার্স নেটওয়ার্কের চট্টগ্রাম জেলার সেক্রেটারি জেনারেল মো. মুজিবুল হক বলেন, “হালদার মোহনায় যদি একাধিক ড্রেজার প্রবেশ করে এবং নিয়মিত বালু উত্তোলন করতে থাকে তাহলে এইধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি। তিনি ড্রেজার দ্বারা বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাউজান, হাটহাজারী ও বোয়ালখালীর উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।”
এআরই/জেএ/বাংলাধারা