হাটহাজারী প্রতিনিধি »
দক্ষিণ এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমান মর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের তৎপরতায় হালদা নদীতে জালের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, সবাই সচেতন হলে জালের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গড়দুয়ারার ইউপি’র গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা সহায়তা করেন।













