হাটহাজারী প্রতিনিধি»
উপজেলা প্রশাসন হাটহাজারী পরিচালিত এক অভিযানে দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। একইসাথে, হালদায় জাল দেয়ায় ও জাল উত্তোলন অভিযানে বাধা দেয়ায় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা’র দিকে, গোপন সংবাদের ভিত্তিতে হালদায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববর্তী রাউজান উপজেলার মনু মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় মৎস্য শিকারী চক্র এ অভিযান ব্যাহত করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমের অভিযান বোট লক্ষ্য করে ইটের কণা ছোড়ে ও আক্রমনাত্মকভাবে এগিয়ে আসে।
পরিস্থিতি বিবেচনায় দ্রুত অভিযানের কৌশল পরিবর্তন করা হয়। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে শক্তি প্রয়োগ না করে হাটহাজারী থানা ও রাউজান উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় রাউজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে পুনরায় সাড়াশি অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানের অভিযানে বাধাদানকারী চক্রের মূল হোতা লোকমান নামের একজনকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি ও স্থানীয়দের সহযোগিতায় অন্যান্য বাধাদানকারীদের সনাক্ত করা হয়। আটককৃত মোঃ লোকমান’কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটককৃত লোকমান রাউজান উপজেলার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্বীকারোক্তি ও স্থানীয়দের সহযোগিতায় অন্যান্য বাধাদানকারীদের শনাক্ত করে তালিকা রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও মা মাছের অভয়াশ্রম হালদা নদী রক্ষার্থে উপজেলা প্রশাসন সবসময়ই কঠোর। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এফএস













