রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের হালদা নদী পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের পুরাতন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাগরিবের নামাজের পর আগুন লাগলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ফায়ার সার্ভিসেকে সংবাদ দিয়। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা আগুন নিভাতে যার যা আছে তা নিয়ে (বলতি, কলসি) ঝাপিয়ে পড়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে কালুরঘাট ফায়ার সার্ভিস এসে রাত সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে এলাকার আব্দুল শুক্কুর, মো. আমিন, ওমর ফারুক, মো. বাচা ও বাহাদুরের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের আসবাবপত্র, জমির দলিল, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ভস্মীভূত হয়ে যায়।
পাশ্ববর্তী ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার আলম বলেন, বাহাদুরের রান্না ঘরের উনুন হতে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পরনের কাপড় ছাড়া কোন কিছুই বের করা সম্ভব হয় নি। হালদা নদী পড়ে হওয়ায় পানির সমস্যা হয়নি। তাই ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে ৩০টি বসতঘর আগুনের ভয়াবহতা হতে রক্ষা পায়।
কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে একই সারিতে সেমি পাকা পাঁচ পরিবারের বসতঘর পুড়ে যায়। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে আমাদের রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ হতে নগদ অর্থ, চাল ও শীতবস্ত্র প্রদান করা হবে। পরবর্তীতে সরকারের পক্ষ হতে অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।













