২৬ অক্টোবর ২০২৫

হালদার মা মাছ রক্ষায় ডিম সংগ্রহকারীদের শপথ পড়ালেন ইউএনও

বাংলাধারা প্রতিবেদন »  

হালদায় মা মাছ রক্ষায় হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬৯ জন ডিম সংগ্রহকারীদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও সবজি বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ। এ সময় তাদেরকে হালদার মা মাছ রক্ষায় শপথ পড়ানো হয়।

শনিবার (৯ মে) হালদার ডিম সংগ্রহ না করতে শপথ পড়ান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এসময়ে তাদেরকে শপথ পড়ানো হয়-

১. নিজেরাই হালদা পাহারা দিবেন।
২. মাছ শিকার করা থেকে বিরত থাকবেন।
৩. অবৈধভাবে মাছ শিকারীদের তারা নিজেরা পাকরাও করে প্রশাসনের হাতে সোপর্দ করবেন।
৪.বিষ দিয়ে মাছ শিকারীদের ধরিয়ে দিতে পারলে বিশেষ পুরষ্কার দেয়া হবে।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, আমরা হালদা রক্ষায় সব সময় তৎপর। যখন যা করার দরকার আমরা করে যাচ্ছি। প্রতিনিয়ত হালদা পাড়ে অভিযান অব্যাহত রেখেছি। অবৈধ জাল জব্দ করছি, যাতে কেউ মাছ ধরতে না পারে। সবাই এগিয়ে আসলে হালদা ভাল থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন