বাংলাধারা প্রতিবেদন »
হালদায় ডিম পাড়ার মৌসুম চলছে। করোনা নিয়ে ব্যস্ত থাকলেও প্রশাসনের নজর হালদার দিকে আছেই। প্রতিনিয়ত চলছে অভিযান। জব্দ করা হচ্ছে অবৈধ জাল। উপজেলা প্রশাসন সম্প্রতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে এসব অবৈধ জাল যারা বসায়, তাদের ডেকে আনেন। তারা হালদা রক্ষায় এসব জাল আর বসাবে না মর্মে অঙ্গিকার দিলে তাদেরকে ত্রাণ ভর্তি ‘ভালবাসার থলে’ উপহার দেয় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১২ জনের হাতে ভালবাসার থলে ভর্তি ত্রাণসামগ্রী তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হালদায় ডিম ছাড়ার মৌসুম চলছে।প্রশাসন ব্যস্ত করোনা নিয়ে। গতকাল পর্যন্ত গত এক সপ্তাহে ৪ টা অভিযানে প্রায় ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এরমধ্যে গুমানমর্দন ইউনিয়ন এর পেশকার হাট এলাকায় পরপর দুই দিন অভিযান চালিয়ে জব্দ করা হয় ৩ হাজার মিটার জাল।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে হালদায় যারা জাল বসায় তাদের নাম ঠিকানা বের করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের নোটিশ দিয়ে ডেকে আনেন। তারা অঙিকার দেয় হালদা রক্ষায় জাল বসাবেনা আর। তাদের অঙিকারের কারনে উপজেলা প্রশাসন তাদের ১২ জন কে (১০ কেজি চাল, ১কেজি ডাল, হাফ লিটার তেল, পেয়াজ, লবন সম্বলিত) ‘ভালবাসার থলে’ উপহার দেয়া হয়।
বাংলাধারা/এফএস/টিএম













