বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের পেশকার হাট এলাকায় হালদা নদী থেকে প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হালদায় মা মাছের ডিম ছাড়ার মৌসুম প্রায় কাছাকাছি। প্রশাসন ব্যস্ত করোনা নিয়ে। এসময়ে মা মাছ শিকারের ব্যস্ত।
তিনি বলেন, উপজেলা প্রশাসন সতর্ক আছে। উপজেলার গুমান মর্দন ইউনিয়নের পেশকার হাট এলাকার হালদা নদী থেকে প্রায় ৩০০০ মিটার জাল জব্দ করা হয়।
ইউনিয়ন চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান এবং ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ অভিযানে সহায়তায় করেন বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













