হাটহাজারী প্রতিনিধি»
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় হালদা নদীতে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
রোববার( ৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
এসময় হালদা নদীর মাদারীপুল সুইচ গেইট এলাকা হতে জাল ও নৌকা এবং মাছুয়াগোনা হ্যাচারীর নিকটবর্তী এলাকা থেকে জাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত জালের দৈর্ঘ্য ১২০০ মিটার।
ইউএনও শাহিদুল আলম জানান,হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অভিযান চলমান থাকবে। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা ও আইডিএফ।
বাংলাধারা/এফএস/এফএস













