২৫ অক্টোবর ২০২৫

হালদায় সাড়ে ৬ হাজার মিটার ঘেরা জাল জব্দ

বাংলাধারা প্রতিবেদক »

হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার ৫শ মিটার দৈর্ঘ্যের ১০টি ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এসময় বেশ কিছু মাছ ধরার বড়শি ও সরঞ্জামও জব্দ করা হয়।

রোববার (১৬ জানুয়ারি) ভোর ৬ টা থেকে হালদা নদীর গড়দুয়ারা, ছিপাতলী ও গুমানমর্দ্দন এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহীদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

এসময় ইউএনও মো. শহীদুল আলম বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় আজ ভোর থেকে গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকাজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের ১০ টি ঘেরা জাল জব্দ করা হয়। এছাড়া দুপুর ২ টা হতে ৪ টা পর্যন্ত পরিচালিত পৃথক এক অভিযানে বেশ কিছু মাছ ধরার বড়শি ও সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন