হাটহাজারী প্রতিনিধি »
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা কয়েকটি ঠেলা জাল, পরিত্যাক্ত নৌকা ও আনুমানিক ৯/১০ হাজার রেনু পোনা মাছ জব্দ করা হয়েছে।
নদীর মোহনা ও কচুখাইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশ। পরে জব্দকৃত রেনু পোনাগুলো হালদা নদীতে অবমুক্ত করা হয়েছে।
নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, সদরঘাট থানার নৌ পুলিশের ওসি প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকটি ঠেলা জাল, পরিত্যাক্ত নৌকা ও আনুমানিক ৯/১০ হাজার রেনু পোনা মাছ জব্দ করা হয়। পরবর্তী রেনু পোনাগুলো দ্রুত হালদা নদীতে অবমুক্ত করা হয়।
হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌক্যাম্পের অভিযান যুগপৎভাবে অব্যাহত থাকবে।













