২৪ অক্টোবর ২০২৫

হালদায় ২১টি ঘেরা জাল জব্দ, নৌকা ধ্বংস

হাটহাজারী প্রতিনিধি »

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

এ সময় ২১টি ঘেরা জাল জব্দ ও ১টি জাল বসানোর নৌকা ধ্বংস করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম জানান, হালদা নদীর রাউজান অংশ থেকে ফরহাদাবাদ এলাকা পর্ষন্ত এ সাড়াশি অভিযান চালানো হয়। এ প্রজনন ক্ষেত্রের সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন