হাটহাজারী প্রতিনিধি »
মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২টি ও রামদাশহাট স্লুইচগেটের নিকট থেকে ১টি ঘেরা জালসহ মোট ২ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ জানুয়ারি) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হালদার উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২ টি ও রামদাশহাট সুইচগেটের নিকট হতে ১ টি ঘেরা জালসহ জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য ২ হাজার মিটার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেছে উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইডিএফ মৎস অফিসার রাব্বানী ও উত্তর মাদার্শার গ্রাম পুলিশ সদস্যগণ।













