১২ নভেম্বর ২০২৫

হালদায় ৩০ হাজার রেনু পোনা উদ্ধার, সরঞ্জামসহ নৌকা জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে তিন পাতিল (৩০হাজার) চিংড়ি রেনু ও ৩০টি চিংড়ি রেনু ধরার ঠ্যালা জাল ও ১টি নৌকা জব্দ করে নৌ পুলিশ।

বুধবার (১১ মে) চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া পিপিএম’র নির্দেশনায় সদরঘাট নৌ থানা চট্টগ্রামের নৌ টহল দলের এএসআই জয়নাল আবেদীন, এএসআই খলিল ও সঙ্গীয় ফোর্সগন নদীর কর্ণফুলী-হালদা মোহনায় কালুরঘাট ব্রীজ সংলগ্ন এলাকা, উত্তর মোহরা মন্দির এলাকার মোহনা তীরবর্তী নদীর হতে এ অভিযান পরিচালনা করেন।

পরবর্তী জব্দকৃত রেনুগুলো হালদা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকা ফুটো করে ডুবিয়ে দেয়া হয় এবং ঠেলা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌক্যাম্পের অভিযান যুগপৎভাবে অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ