৮ নভেম্বর ২০২৫

হালদায় ৮ হাজার মিটার ভাসান জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীর হালদা নদীর মোহনায় অবৈধভাবে পাতানো ৪টি দীর্ঘ আকৃতির সুতার ভাসান জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। যার দৈর্ঘ্য ৮ হাজার মিটার।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো চারটি ভাসান জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য আনুমানিক ৮ হাজার মিটার। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ