২৬ অক্টোবর ২০২৫

হালদায় ৯ কেজি ওজনের মৃত কাতলা উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি »

দক্ষিণ এশিয়ার মিঠাপানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ৯ কেজি উজনের একটি মৃত মা কাতলা মাছ উদ্ধার হয়ে।

বুধবার (২১ অক্টোবর) নদীর রাউজান এলাকার মনু মেম্বারের টেক কেড়াণতলীর বাক থেকে আঘাতপ্রাপ্ত এ মৃত মা মাছটি উদ্ধার করেছেন হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা রনি।

সূত্রে জানা গেছে, আজ বুধবার (২১ অক্টোবর) ভোরে এলাকাবাসী মরা কাতলা মা মাছটি নদীতে ভাসতে দেখে হাটহাজারী মৎস্য অফিসে খবর দেয়। খবর পেয়ে হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি মরা মা মাছটি উদ্ধার করে নদীর পাড়ে পুঁতে ফেলেন।

উপজেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা রনি সাংবাদিকদের জানান, তিনি খবর পেয়ে হালদা নদীর ঘটনাস্থলে গিয়ে মা মাছটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে গড়দুয়ারা নয়ারহাট এলাকায় হালদার পাড়ে নিয়ে আসা হয়। মাছটির ওজন ৯ কেজি, দৈর্ঘ ৩৪ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি, কাতলা মা-মাছ। দুই একদিন আগেই মারা যাওয়া মাছটির পেটে সামান্য আঘাতের চিহ্ন দেখা যায়। মাছটি অতিরিক্ত ফুলে ও গন্ধ হয়ে যাওয়ায় নদীর পাড়েই মাটি চাপা দেয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন