৪ নভেম্বর ২০২৫

হালদা থেকে ড্রেজার জব্দ ও ধ্বংস করল উপজেলা প্রশাসন

বাংলাধারা প্রতিবেদন »

হালদা নদীর ছিপাতলী ইউনিয়নের আলমের কুম এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিক এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, হালদা নদীর ছিপাতলী ইউনিয়নের আলমের কুম এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ ও ধ্বংস করেছি। গত ১১ মাসে এখন পর্যন্ত ১৭ টি ড্রেজার ও বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছি।

হালদা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন