৩০ অক্টোবর ২০২৫

‘হালদা থেকে পানি উত্তোলন করলে ক্ষতি হবে না’

বাংলাধারা প্রতিবেদন  »

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মিরসরাই ইকোনমিক জোন এর জন্য হালদা নদী থেকে পানি উত্তোলন করলে তা নদীর জন্য ক্ষতিকারক হবে না।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের হোটেলে র‌্যাডিসন ব্লুতে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত চীন সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ভুল ব্যাখ্যা বা ধারণার কারণে উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হলে তার ফলাফল সবাইকে ভোগ করতে হবে। তাই দেশের উন্নয়নের জন্য ভুল বোঝাবুঝি বাদ দিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, মিরসরাই ইকোনমিক জোনে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানি প্রয়োজন হবে। যার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে চীনের দেয়া ১৩ লাখ এলইডি বাল্ব উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, স্থানীয় সরকার পরিচালক মো. মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সালাম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন