হাটহাজারী প্রতিনিধি»
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ভেসে ওঠা মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (৪অক্টোবর) সকাল ১০ টার দিকে রামদাস মুন্সীর হাট এলাকায় আইডিএফ এর স্থানীয় স্বেচ্ছাসেবক খোরশেদ আলমসহ স্থানীয়রা মৃত ডলফিনটিকে নদীতে ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। ডলফিনটি পচে যাওয়ায় সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পর নৌ পুলিশের সহযোগিতায় ডলফিনটি স্থানীয়ভাবে মাটিচাপা দেওয়া হয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধারকৃত ডলফিনের শরীরে পচন ধরায় পরিমাপ করা যায়নি। নদীতে পাতানো জালে আটকে ডলফিন মারা যেতে পারে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণ মাদার্শার বড়ুয়াপাড়া এলাকায় মাছের জন্য পাতানো ঘেরা জালে আটকে ৫ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস













