২৩ অক্টোবর ২০২৫

হালদা নদীর মৎস্য সংরক্ষণে ফটিকছড়িতে সেমিনার

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও জলজ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জহুরুল হক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।

এ ছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, সমবায় কর্মকর্তা শহিদুল হক ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী ও ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, “হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক কার্প জাতীয় মাছের প্রজননক্ষেত্র। এ নদীর সংরক্ষণে স্থানীয় জনগণ ও জেলেদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অবৈধ জাল ব্যবহার ও নির্বিচার মাছ শিকার বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

আরও পড়ুন