বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হালদা তীরবর্তী এলাকায় হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের যন্ত্রপাতি জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত স্থাপনাও ভেঙে গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টা থেকে দুই ঘন্টাব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হালদা তীরবর্তী এলাকায় বালু উত্তোলন করে আসছিলেন। আজ উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের যন্ত্রপাতি জব্দ করে ধ্বংস করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
তিনি আরো বলেন, নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন মেশিনারিজ পুড়িয়ে দেয়া হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা, হাটহাজারী থানার এ এস আই নুরুল আমিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













