বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে হালিশহর এক্সেস রোড সংলগ্ন ইস্টার্ন ব্যাংক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা। তিনি বলেন, বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।













