২৩ অক্টোবর ২০২৫

হালিশহরে খালে পড়ল ব্যাটারিরিকশা, যাত্রী উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তার পাশের খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হালিশহর থানার ঠিক সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রিকশাটি ডান দিকে সরে গিয়ে খালের পানিতে পড়ে যায়। চালক তড়িৎ লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও রিকশায় থাকা দুইজন যাত্রী পানিতে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। তবে যাত্রীদের এখনো নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, “রিকশাটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। চালক লাফিয়ে উঠে আসতে পারলেও যাত্রীসহ রিকশাটি পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।”

এর আগে, গত ১৮ এপ্রিল চকবাজারের কাপাসগোলা এলাকায় একই ধরনের দুর্ঘটনায় একটি ব্যাটারিচালিত রিকশা হিজরা খালে পড়ে গেলে ছয় মাস বয়সী শিশু সেহরিশ পানিতে তলিয়ে যায়। প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধারকর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।
প্রায় একই ধরনের দুটি দুর্ঘটনা নগরবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা ব্যাটারিচালিত যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন