বাংলাধারা ডেস্ক »
মানব সম্প্রদায় যতবার ঈমানের দুর্যোগে পতিত হয়েছে ততবারই মহান আল্লাহ পথপ্রদর্শক প্রেরণ করে অসীম দয়া প্রদর্শন করেছেন। আইয়্যামে জাহেলিয়াত যুগে মানুষ যখন গভীর অন্ধকারের হারিয়ে যাচ্ছিল ঠিক তখনি প্রিয় নবীকে (দ.) ধরার বুকে প্রেরণ করে মানুষের উপর সর্বশ্রেষ্ঠ দয়া করেছেন। প্রিয় নবীজী পৃথিবীর বুকে এসে সমাজকে এমনভাবে সংস্কার করেছেন কাফেরকে দিয়েছেন ঈমানের আলো, বেইনসাফির দিলে দিয়েছেন ইনসাফের অনুভূতি, অপসংস্কৃতির মাঝে প্রতিষ্ঠা করেছেন ইসলামের পবিত্র নিয়মকানুন, হিংসা বিদ্বেষ রিয়ার পরিবর্তে মানুষের মাঝে এনেছেন মানবতার মূল্যবোধ, ভালোবাসার চেতনা, হালাল জীবন যাপনের অপূর্ব উপলব্ধি।
শুক্রবার (৭ জানুয়ারি) বাদে জুমা চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেট মাঠে (বিডিআর মাঠ) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৯নং হালিশহর ও আগ্রাবাদ শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ‘কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ’র মোর্শেদ আওলাদে রাসূল আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ এরশাদুল আমিন, চসিক ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, ৫১ নং মক্কা শরীফ শাখার সভাপতি মাওলানা ইসহাক মুনিরী, জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ সিনিয়র ইমাম আল্লামা শেখ নুর মোহাম্মদ ছিদ্দিকী প্রমুখ।
এতে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর হাফুস ও হালিশহর হাউজিং কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক এ কে এম নাসিম উদ্দিন, হালিশহর এইচ-ব্লক সমাজকল্যণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, এম এ আলম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ফারুক, লায়ন মোহাম্মদ কামরুজ্জামান।
বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা এইচ এম আবু বকর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা আবু হোরাইরা, মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী, মুফতি ফয়েজউল্লাহ, মাওলানা মুহাম্মদ আবদুল হক প্রমুখ।
মাহফিলে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষাবিদ, ওলামায়ে কেরামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।













