বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের হালিশহর থানার নয়া বাজারে সাজ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মোট ৭০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ওই দোকানির।
রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সুলতান চৌধুরী মার্কেটের ওই দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক সেন্টু ধর বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকাদের তালা খোলা এবং সিন্দুকের দরজা খোলা। এতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এখন থানায় মামলা দায়ের করতে আসছি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, ‘নয়া বাজারের বৈশাখী সাজ জুয়েলার্সে চুরির ঘটনায় আমরা আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। এটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া মামলার প্রস্তুতি চলছে।’
বাংলাধারা/আরএইচআর













