১০ ডিসেম্বর ২০২৫

হালিশহর থানায় লিটনের জীবাণুনাশক কক্ষ স্থাপন

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর হালিশহর থানায় জীবাণুনাশক কক্ষ স্থাপন করে উপহার দিয়েছেন ২৫নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটন।

মঙ্গলবার (১৯ মে) হালিশহর থানায় আবদুস সবুর লিটনের পক্ষ থেকে এ উপহার দেয়া হয় হালিশহর থানার সকলের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ।

এদিকে আজ দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর উদ্দ্যোগে করোনা পরিস্থিতিতে ২৫ নং রামপুর ওয়ার্ডের অসহায় কর্মহীন নেতাকর্মীদের মাঝে লিটনের তত্বাবধানে ভোগ্যপণ্য উপহার বিতরণ করা হয়েছে।

আবদুস সবুর লিটন বলেন, এই করোনা চট্টগ্রামবাসীর পাশে থাকার চেষ্টা করছি। আপনারা আমাকে দুয়া করবেন যেন আমি সব সময় মানুষের সেবা করতে পারি। আল্লাহ সবাইকে ভাল রাখুক।

উল্লেখ্য, আব্দুস সবুর লিটন করোনা ভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে উপার্জন বন্ধ হওয়ায় কষ্টে থাকা দিনমজুর, শ্রমিকসহ অসহায় মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। প্রতিদিন রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজেই অসহায় মানুষের বাসার দরজার সামনে খাদ্য সামগ্রীর প্যাকেট রেখে আসছেন এই মানবতার সেবক।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন