বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হালিশহর এ- ব্লক বাস স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডোবা থেকে লাশ উদ্ধারের কথা হালিশহর থানা সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, ডোবায় ভেতরে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করলেও তার পরিচয় ও বয়স জানা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে ৭-৮ দিন পূর্বে মরদেহটি গুম করার জন্য এ ডোবায় ফেলে দেওয়া হয়। বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
বাংলাধারা/এফএস/ওএস/এআর













