১৬ ডিসেম্বর ২০২৫

হাসপাতালে হাজতির মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের এক হাজতির  মৃত্যু হয়েছে।  

তার নাম কাঈসাং মারমা (৫৬)।তিনি রাঙামাটির চন্দ্রঘোনা রায়খালী বাজার এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে।

শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১ টার দিকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মাদক মামলার এই আসামি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ