২৫ অক্টোবর ২০২৫

হাসপাতাল থেকে কারাগারে ইঞ্জিনিয়ার মোশাররফ, চিকিৎসার জন্য নেওয়া হতে পারে পিজিতে

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও কারাগারে নেওয়া হয়েছে।চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ১০ মিনিটে দৈনন্দিন চেকআপের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। প্রায় দুপুর ১টার দিকে মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। আওয়ামী লীগের এই নেতার হার্টের সমস্যা, থাইরোয়েড ,নিউরোলজিক্যাল সমস্যা ,ডায়াবেটিস ,হাইপারটেনশন সহ বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন,”উনাকে আমরা ঢাকার পিজিতে নেওয়ার পরামর্শ দিয়েছি। দুপুরে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।”

বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে তিনি জবাবে আরও বলেন,” বর্তমানে উনি ভালো অবস্থায় রয়েছেন । কিন্তু চেকআপের জন্য জন্য হাসপাতালে আনার পরেও ওনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিছু পরীক্ষা করার প্রয়োজন ছিল ,যা এখানে করা হয়না।তাই তাকে পিজিতে রেফার করা হয়েছে।”

আরও পড়ুন