বাংলাধারা প্রতিবেদন »
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতনী সম্প্রদায়ের চারটি মন্দির, হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু দোকান, কয়েকটি বাড়িতে ভাংচুর-লুটপাট, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে নিশংস হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় উস্কানির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ঐক্যবদ্ধ সনাতন সমাজ।
সমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের সনাতনী সমাজ এবং সকল সনাতনী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সনাতন সমাজের অন্যতম সমন্বয়ক অশোক চক্রবর্তী।
বক্তরা বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে হিন্দু নির্যাতন বদ্ধ হচ্ছে না। খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতনীদের মন্দিরে হামলা, ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে নিরস-নিশংস হত্যা করা হয়েছে।
বক্তারা আরো বলেন, প্রতিনিয়ত দেশের বিভিন্ন এলাকায় হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কিন্তু কেন নির্যাতিন হচ্ছে, এর পেছনে কি কারণ তা খুঁজে বের করা উচিত। এভাবে চলতে থাকলে একদিন বাংলাদেশ হিন্দুশূন্য হয়ে যাবে।
এসময় বক্তরা হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত, রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা, ঐক্যবদ্ধ সমাজের সমন্বয়ক দেবাশীষ আচার্য্য, সনাতন সংঘের সভাপতি শ্রী কাঞ্চন আচার্য্য, জাগো হিন্দু পরিষদের সভাপতি রুবেল কান্তি দে, বিশ্ব সনান ঐক্যের সমন্বয়ক সাংবাদিক বিপ্লব পার্থ, প্রণব মঠ- চট্টগ্রামের সাধাণ সম্পাদক অ্যাভভোকেট শুভাশীষ শর্মা, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গা দাস ব্রক্ষ্মচারী, ঐক্যবদ্ধ সনাতন সমাজের সমন্বয়ক ডা. যীশু দেব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সহ-সভাপতি ডা. কথক দাশ, শিমুল দাশ, হিন্দু মহাজোটের প্রতিনিধি অ্যাডভোকেট হিরু সুশীল, শারদাঞ্জলিসহ আরো অনেকে।
বাংলাধারা/এফএস/এআই













