২৯ অক্টোবর ২০২৫

হুট করে সিনেমায় কাজ করতে চাই না— বলেলন মাহি

বিনোদন ডেস্ক »

টানা ৪টি নাটকের শুটিং করলেন চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। এরমধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাহমুদ মাহিনসহ একাধিক নির্মাতার নাটকে অভিনয় করেছেন তিনি। গত শিনবার তিনি শুটিং করেছেন মাইদুল রাকিব পরিচালিত ‘কাল থেকে শুরু’ শিরোনামের নাটকের। এ নাটকে প্রথমবারের মতো জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মাহি।

এ অভিনেতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মাহি বলেন, অপূর্ব ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব হেল্পফুল একজন মানুষ তিনি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। এই কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকদের। এদিকে মাহি আগামীকাল থেকে আরও একটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। ওসমান মিরাজ পরিচালিত এ নাটকেও মাহি অভিনয় করছেন নিলয় আলমগীরের বিপরীতে।

এদিকে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে শাকিব খানের নায়িকা হয়ে আসছেন সামিরা খান মাহি। আসলে বিষয়টি কি? মাহি বলেন, আমি নিজেও শুনেছি বিষয়টি। আমেরিকার কয়েকজন পরিচিত বন্ধুও জানিয়েছেন, আমাকে নিয়ে নাকি আলোচনা হয়েছে শাকিব খানের নায়িকা হিসেবে নেয়ার জন্য। তাহলে কী সিনেমায় দেখা যাবে মাহিকে সামনে?

এ অভিনেত্রী বলেন, আমি নাটকে একটি ভালো অবস্থানে আছি। যদি গল্প, পরিচালনাসহ সবকিছু আমার সঙ্গে যায় তবেই সিনেমায় কাজ করবো। হুট করে সিনেমায় কাজ করতে চাই না।

আরও পড়ুন