চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলমকে হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহাঙ্গীর আলম ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমির হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তাঁর মনোনয়নে কলেজের প্রশাসনিক কাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনি শিক্ষাক্ষেত্রেও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, “আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কলেজের সার্বিক উন্নয়নে কাজ করব।”
উল্লেখ্য, হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজ ফটিকছড়ির একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছে।