২৯ অক্টোবর ২০২৫

হেফাজতের সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন মুনির আটক

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন মুনিরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) বিকেলে হাটহাজারী পৌরসদরস্ত বাজারের ত্রিবেনী মোড় থেকে তাকে আটক করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক হাটহাজারী মডেল থানার পুলিশে একাধিক উর্ধ্বতনে কর্মকর্তারা নিশ্চিত করেন।

এ ব্যাপারে থানা দায়িত্বপ্রাপ্ত এক উর্ধ্বতনে কর্মকর্তা জানান, গত ২৬ -২৮এপ্রিল যে সহিংসতার ঘটনা ঘটেছে তাতে নাসির উদ্দীন মুনির জড়িত। সহিংসতার ঘটনার সবগুলো মামলায় তাকে আটক করা হয়েছে।

আদালতে পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে, এ ব্যাপারে কিছু বলেননি ওই কর্মকর্তা।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতি. পুলিশ সুপার মোঃ শাহাদাত ও ডিএসবি উত্তরে অতি. পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এ সময় তারা থানা ভাঙচুর, ভূমি অফিস, ডাকবাংলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এসব ঘটনায় হাটহাজারী থানায় একাধিক মামলা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন