বাংলাধারা ডেস্ক »
হাটহাজারী থানায় সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে (৪৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।
কারাগারে পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।
তিনি জানান, হাটহাজারী ৩ মামলায় হারুন এজাহারকে গ্রেফতার দেখানো হয়েছে। কোনো রিমান্ড আবেদন ছিল না। হয়তো পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।
বুধবার রাত ১২টায় নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজহারকে র্যাব-৭ সদস্যরা গ্রেফতার করে।
বাংলাধারা/এফএস/এআই













