বাংলাধারা প্রতিবেদন»
নগরীর জিইসি মোড়স্থ হোটেল পেনিনসুলায় বেইজমেন্টে আগুন লেগেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ফ্লোর।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে আসে। সকাল সাড়ে ৯টায়ও আগুন নির্বাপণে কাজ করছিল ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক নিউটন দাশ জানান, পেনিনসুলা হোটেলের বেইজমেন্টের কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে ।
বাংলাধারা/এফএস/এফএস













