হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি»
হাটহাজরীতে হাফেজ আব্দুল করিম শাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষক কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকার। গতকাল দুপুরে উপজেলার মেখল ইউনিয়নস্থ চারাবটতল রহিমপুর এলাকায় হাজী হাবিবুল্লাহ সওদাগর ম্যানসনে জাফরাবাদ মু’আজ বিন জাবাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর পর অভিযুক্ত শিক্ষক পলাতক বলে জানায় অভিযুক্ত শিক্ষকের সহকর্মী মুরশেদ আলম।
তিনি জানান, ভিকটিমের মা ঘটনাটি বলার পর পর অভিযুক্ত পালিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে এ কাজটি করছে বলে জানায় সে। তবে কেউ এতদিন মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে। ঘটনাস্থল পরিদর্শনকারী মডেল থানার সেকেন্ড অফিসার মুকিত জানান, ভিকটিমের পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।













