রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাহেদুল আলম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রানিরহাট ব্রিজের পাশে মাদকসহ আলমকে গ্রেফতার করে পুলিশ।
সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পিয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির মনির আহমদের ছেলে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি সিন্ডিকেট মাদক ব্যবসা করে আসছিল। আলম নামের ওই মাদক নিয়ে যাচ্ছে জানতে পেরে পুলিশকে খবর দিলে তারা এসে হাতানাতে গ্রেফতার করে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, বুধবার রাতে আলমকে ১০০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করি। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













