৩০ অক্টোবর ২০২৫

১০ টন পেয়াজের জায়গা হলো চসিকের ভাগাড়ে

বাংলাধারা প্রতিবেদন »  

পেয়াজের দাম ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। ঘন্টায় ঘন্টায় বাড়ছে এর দাম! একদিকে পেয়াজের দামে যখন ক্রেতারা দিশেহারা তখন অন্যদিকে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নষ্ট পেয়াজ ফেলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভাগাড়ে। গত দুইদিনে ভাগাড়ে গেছে ১০ টন পেয়াজ।

ব্যবসায়ীদের দাবি মিয়ানমার থেকে আমদানি করা পেয়াজ পঁচা হওয়ায় তাদের ফেলে দিতে হচ্ছে। এজন্য লোকসানের শিকার হচ্ছেন তারা।

তবে কেউ কেউ বলছেন, কৃত্রিম সংকট তৈরি করতে গিয়ে পেয়াজ গুদামজাত করায় পঁচে যাচ্ছে অনেক পেয়াজ। সে পেয়াজই ফেলা হচ্ছে এভাবে।

চসিকের পরিচ্ছন্নতা পরিদর্শক সৈয়দ আহমদ সফা মাতব্বর বলেন, ‘বৃহস্পতি ও শুক্রবার (১৪ ও ১৫ নভেম্বর) নগরীর পাইকারী বাজার খাতুনগঞ্জ থেকে ১০ টনের অধিক পঁচা পেঁয়াজ সরাতে হয়েছে।

এদিকে পঁচা পেয়াজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেখানে বেশিরভাগ মন্তব্যই ছিল, বেশি লাভ করতে গিয়ে অন্যায়ভাবে গুদামজাত করায় এভাবে পেয়াজ পঁচেছে।

তবে গুদামজাতের বিষয়টি অস্বীকার করেছেন খাতুনগঞ্জের পেঁয়াজ আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস। তিনি বলেন, মিয়ানমার থেকে আনতে গিয়ে নৌ যানে পানি লেগে পেয়াজ পচেছে। তাই সেগুলো ফেলে দিতে হচ্ছে। এতে বিশাল লোকসান হচ্ছে ব্যবসায়ীদের।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন