১১ নভেম্বর ২০২৫

১০ মামলা কাঁধে, ফের অস্ত্র-গুলিসহ র‍্যাবের কব্জায় যুবক

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ মো. আমানত উল্লাহ প্রকাশ বাছা ডাকাত (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। এসময় তার কাছ থেকে  ৪টি ওয়ান শুটার গান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউপির ওলিরহাট বাজারের ওলিরহাট জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আমান উল্লাহ প্রকাশ বাছা ডাকাত উপজেলার কচুয়াই গ্রামের সৈয়দ ফকিরের পুত্র।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পটিয়া থানায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ১০ টি মামলা আছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলাধারাকে জানান, আটক বাছা ডাকাত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বহুদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কচুয়াই ইউপির ওলিরহাট বাজারের ওলিরহাট জামে মসজিদ এলাকা থেকে আটক করা হয়েছে।

তিনি জানান, আটকের সময় তার কাছ থেকে ৪টি ওয়ান শুটার গান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ১০ টি মামলা আছে। উদ্ধার আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ