৫ নভেম্বর ২০২৫

১১শ বছর পুরোনো হিব্রু বাইবেল ৩৮ মিলিয়ন ডলারে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : ১১শ বছর আগের একটি হিব্রু বাইবেল বিক্রি হলো ৩৮ মিলিয়ন ডলারে। বুধবার নিউইয়র্কে এটি বিক্রি হয়। বিশ্বের সবচেয়ে পুরোনো বাইবেলের পাণ্ডুলিপিগুলোর একটি এটি।

চামড়ায় মোড়ানো হাতে লেখা পার্চমেন্টের ভলিউমটি দ্য কোডেক্স সাসুন নামে পরিচিত। এটি প্রায় পূর্ণাঙ্গ একটি হিব্রু বাইবেল। আলফ্রেড এইচ মোসেস নামে এক ব্যক্তি এটি কিনেছেন। তিনি রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক দূত।

নিলাম প্রতিষ্ঠান সোদেবি এক বিবৃতিতে বলেছে, তেল আবিবে ইহুদি লোকেদের জাদুঘর আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর হয়ে মোসেস বাইবেলটি কিনেছেন। এটি এখন জাদুঘরে জায়গা পাবে।

নিলামের আগে মার্চে পাণ্ডুলিপিটি বিশ্ব প্রদর্শনীর অংশ হিসেবে এএনউ জাদুঘরে প্রদর্শিত হয়।

সোদেবির ইহুদি ধর্ম-সংস্কৃতি বিশেষজ্ঞ শ্যারন লিবারম্যান মিন্টজ বলেন, ৩৮ মিলিয়ন ডলারের প্রাইজ ট্যাগের মধ্যে রয়েছে নিলাম প্রতিষ্ঠানের ফি-ও। এটি হিব্রু বাইবেলের গভীর শক্তি, প্রভাব ও তাৎপর্য প্রতিফলিত করে, যা মানবতার একটি অপরিহার্য স্তম্ভ।

এই বাইবেলের নিলাম সবচেয়ে বেশি অঙ্কের নিলামের একটি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি বিরল কপি ৪৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ১৯৯৪ সালে লিওনার্দো দ্য ভিঞ্চির কোডেক্স লেইসেস্টার ৩১ মিলিয়ন ডলারে বিক্রি হয়, বর্তমান বাজারে ডলারের মূল্য হিসেবে তা ৬০ মিলিয়ন ডলার।

এটি বিশ্বাস করা হয়ে থাকে যে, ৮৮০ সাল থেকে ৯৬০ সালের মধ্যে বাইবেলটিতে মনগড়া কিছু তথ্য যুক্ত যুক্ত করা হয়। ১৯২৯ সালে এই হিব্রু বাইবেলটি নাম পায় ডেভিড সলোমন সাসুনের নামে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ