বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের রয়েছেন ১৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১৮৯ জনের মৃত্যু হলো।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগেরই বাসিন্দা রয়েছেন ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, রংপুরে আটজন, খুলনা ছয়জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেটে দুজন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪১ জন এবং বাড়িতে থেকে ১৪ জন।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত একদিনে নতুন করে ২২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন দুই জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৮৮জন। এদের মধ্যে নগরে ১৬২ জন এবং উপজেলায় ৫৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২২০ জন।
বাংলাধারা/এফএস/টিএম













